[img id=17857]
[h2] [color=red]আসসালামু আলাইকুম![/color] [/h2]

[h3] [bg=green]প্রিয় ভিউয়ার’স আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনার দু’আয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি[/bg] [/h3]

[h3]-আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ের ক্রিকেট সিরিজের সময়সূচী অর্থাৎ শিডিউল[/h3]

[img id=21379]

[h4]আগামী ১৫ ফেব্রুয়ারি পুর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। এই সিরিজের নিউজ আরো সপ্তাহ দু’য়েক সপ্তাহ আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করলে গত ২দিন আগে এর কিছুটা পরিবর্তন এনেছে বিসিবি।

[img id=21380]

ওয়ানডের সিরিজের ৩টি ম্যাচ চট্রগ্রামে অনুষ্ঠিত হবার কথা থাকলেও, চট্টগ্রামের পরিবর্তে সিলেটে অনুষ্ঠিত হবে ওয়ানডের সিরিজের ৩টি ম্যাচ।
তবে আর কোন ক্ষেত্রে আসেনি কোনো পরিবর্তন।[/h4]

[h4] বিকেএসপিতে আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দুই দিনের টেষ্ট প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। এরপর ২২ ফেব্রুয়ারি মিরপুরে মাঠে গড়াবে একমাত্র টেস্ট। আর সিলেটে ১, ৩ ও ৬ মার্চ দিবা-রাত্রির তিনটি ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। এরপর মিরপুরে ৯ ও ১১ মার্চ দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।[/h4]

[h2]দেখে নিন সময়সূচীঃ[/h2]

[h4]
তারিখঃ ম্যাচঃ সময়ঃ ভেন্যুঃ
Sat,22Feb Only Test 9:30AM Dhaka
Sun,1March 1st ODI 2:30PM Sylhet
Tue,3March 2nd ODI 2:30PM Sylhet
Fri,6March 3rd ODI 2:30PM Sylhet
Mon,9March 1st T20 5:00PM Dhaka
Wed,11March 2nd T20 5:00PM Dhaka[/h4]

[img id=21378]

[h3]-এরপর থেকে আগামী ৩এপ্রিল শুরু হবে পাকিস্তানের সাথে অসম্পূর্ণ সিরিজ![/h3]

[h3] [bg=green]-তাহলে আজ এই পর্যন্তই।সবাই ভালো থাকেন,সুস্থ থাকেন![/bg] [/h3]